বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

কার সাথে প্রেম করছেন শাকিবের নায়িকা ইধিকা?

রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪

প্রিন্ট করুন

কলকাতা, ভারত: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। কলকাতার মেয়ে হলেও জীবনের প্রথম চলচ্চিত্র করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সাথে। এরপর থেকে দুই বাংলাতে বহুল পরিচিত হয়ে উঠেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না ইধিকা।

শুরুটা বাংলাদেশে হলেও এখন টালিউডে দাঁপিয়ে কাজ করছেন তিনি। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমাতে বাজিমাত করেছেন, যা দর্শক সাফল্য পেয়েছে।

ছোট পর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল ইধিকার। এরপর শাকিবের ‘প্রিয়তমা’, সবশেষ দেবের ‘কিশোরী’। দুই পরিচয়েই জনপ্রিয় অভিনেত্রী।

সিনেমাতে সুপারহিটের তকমা পেলেও ব্যক্তিগত জীবন নিয়ে ততটা গুঞ্জন নেই এই নায়িকার। তবে, ইদানিং একজনের সঙ্গে চলাফেরা করতে দেখা যাচ্ছে ইধিকাকে।

শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু-বান্ধবও।

তাদের দুইজনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা?

এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। এবার ইধিকা সেই বাঁকে ভিড় করেছেন।

তবে, দুইজনের ছবি ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি ইধিকা পাল।