রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে ১৭ জনের মৃত্যু

সোমবার, অক্টোবর ২৩, ২০২৩

প্রিন্ট করুন

ভৈরব, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশত। হতাহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একই সময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। রাত পৌনে

আটটায় এ রিপোর্ট লেখা সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ জানান, এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।