নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (৩০ নভেম্বর) সীমান্ত, বাণিজ্য ও জ্বালানি নিয়ে খুবই ফলপ্রসূ আলোচনা করেছেন তারা। সংবাদ রয়টার্সের।
আগামী জানুয়ারিতে ক্ষমতা নিতে যাচ্ছেন ট্রাম্প। এরপরই তিনি কানাডা ও মেক্সিকোর আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এ ঘোষণা দেয়ার পরই এক প্রকার গোপনীয়তা অবলম্বন করে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রুডো। ওই দিন তিনি মারে-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে নৈশ্যভোজেও অংশ নেন।
বৈঠকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি, যেগুলো নিয়ে উভয় দেশকেই কাজ করতে হবে। যার মধ্যে রয়েছে মাদক সমস্যা, অবৈধ অভিবাসী ও বৈধ বাণিজ্য চুক্তি।’
ট্রাম্প আরও বলেন, ‘সংকট সমাধানে ট্রুডো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন।’
শনিবার (৩০ নভেম্বর) এক্স পোস্টে ট্রুডো জানিয়েছের, ট্রাম্পে সঙ্গে কাজ করতে তিনি অপেক্ষায় রয়েছেন। এছাড়া, নৈশ্যভোজের জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তবে, কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বৈঠকের বিষয়ে কোন মন্তব্য করেনি। নাম না প্রকাশের শর্তে দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিন ঘণ্টার ওই নৈশ্যভোজটি উপভোগ্য ছিল।