রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

কুইন্স কাউন্টি কমিটির সদস্য হিসেবে ব্যালটভুক্ত হলেন আবু জাফর মাহমুদ

মঙ্গলবার, মে ৭, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি কমিটির সদস্য হিসেবে ব্যালটভুক্ত হয়েছেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর আবু জাফর মাহমুদ। নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক নির্বাচনকে সামনে রেখে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শুক্রবার (৩ মে) আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা ঘোষণা দেন, আবু জাফর মাহমুদ নিউইয়র্ক স্টেটের কুইন্স ডেমোক্রেটিক কাউন্টি কমিটির সদস্য পদে নির্বাচন কমিশনে ব্যালটভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনীতিকের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নয়া ডেমোক্রেটিক রাজনৈতিক সংগঠন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস। অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিওমেন জেসিকা গঞ্জালেস রোজাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ বলেন, ‘আজ করপোরেট ওয়ার্ল্ড জনগণের শক্তি ও ক্ষমতাকে খর্ব করে চলেছে। তারা অর্থ ও শক্তিতে এখন সংঘবদ্ধ। সে বিবেচনায় আমরা জনগণেরা একতাবদ্ধ নই। সব স্তরের জনগণকে একতাবদ্ধ করতেই পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের যাত্রা শুরু। আমরা সব সময় ঐক্যের পক্ষে। একতার শক্তি নিয়েই আমরা আমাদের আন্দোলনকে বেগবান করে চলেছি।’

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির পক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘পরিচয়’-এর সম্পাদক নাজমুল আহসান।

তিনি বলেন, ‘খুব ভাল লাগছে যে, আবু জাফর যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন। দুইজন নির্বাচিত প্রতিনিধি জেসিকা গোঞ্জালেস রোজাস ও স্টিভেন রাগা আমাদেরকে যেভাবে আপন করে নিয়েছেন, তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে মায়া আমাদের প্রতি দেখিয়েছেন, আমরাও তাদের প্রতি একই ভালবাসা প্রদর্শন করি।’

আবু জাফর মাহমদের প্রবণতাকে ‘টেনাশিয়াস’ আখ্যা দিয়ে নাজমুল আহসান আরো বলেন, ‘‍তিনি যখনই কোন কাজে হাত দেন, সাফল্য নিশ্চিত না করে ঘরে ফেরেন না। আমরা তাকে রাজ্যের প্রিতিনিধি হিসেবে দেখছি। আশা করি, এ যাত্রা বহু দূরে পৌঁছবে; সিনেটর বা তারও ওপরে।’

তিনি বলেন, ‘আমাদের কমিউনিটিকে যুক্তরাষ্ট্রেওর মূলধারার সঙ্গে যুক্ত করার জন্য এ ধরনের ইভেন্ট প্রয়োজন। ‘পিপল আপ’-এর এ আয়োজনটি মূলধারার উচ্চতায় পৌঁছেছে।’

অনুষ্ঠানে বক্তৃতা করেন কাজী আযম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, সন্দ্বীপ ইউনাইটেডের প্রেসিডেন্ট এসএম ফেরদৌস, রোহিঙ্গা অ্যাডভোকেসি নেতা নাসের আখতার, আলমগীর খান আলম, মিলেনিয়াম টেলিভিশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নূর মোহাম্মদ।