রবিবার, ১০ নভেম্বর ২০২৪

শিরোনাম

কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, পানিবন্দি সাত লাখ মানুষ

শনিবার, আগস্ট ২৪, ২০২৪

প্রিন্ট করুন

কুমিল্লা: গোমতী নদীর বাঁধ ভাঙা পানিতে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় গেল ২৪ ঘণ্টায় কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার সাত লাখের বেশি মানুষ।

এখনো অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধার কর্মীরা শুকনো খাদ্যসহ অন্যান্য সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছার চেষ্টা করছে। তবে, রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় ত্রাণ পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

এ দিক, গত ২৪ ঘণ্টায় গোমতী নদীর পানি ৮০ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার উপরে রয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্র জানায়, কুমিল্লায় ৭২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে প্রায় ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

এ দিকে, দুর্গত মানুষের জন্য ৩৪০ টন চাল ও নগদ ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত ২২৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।