রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কোটা আন্দোলন/জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে

বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: সরকারি চাকরিতে কোটা পুর্নবহাল-সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের এক মাসের স্থিতাবস্থার আদেশের পর কেউ কর্মসূচির নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন।

সংবাদ সম্মেলনে বলেন, ‘যে বিষয়টির উপর ভিত্তি করে আন্দোলন, সেই ব্যাপারে আপীল বিভাগ গতকাল একটি রায় দিয়েছেন। অর্থাৎ, ২০১৮ সালের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে পরিপত্র জারি করা হয়েছিল, সেটা বাতিলের বিষয়ে হাইকোর্টের রায়ের উপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন। যার ফলে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করার আর কোন যৌক্তিকতা আছে বলে ডিএমপি মনে করে না। মনে রাখতে হবে, আমাদের দেশের প্রচলিত আইন ও দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য।’

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘গেল কয়েক দিন থেকে সরকারি চাকুরিতে কোটা বাতিলে আন্দোলন চলে আসছিল। যার প্রেক্ষিতে তারা গেল ৬ জুলাই থেকে পুরো দেশে ‘বাংলা ব্লকেড’ নামে কর্মসূচি পালন করে আসছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায়ও তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ফলে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ডিএমপির পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে ও কোথাও যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।’

তিনি বলেন, ‘ডিএমপির কাছে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ জানিয়েছে। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। যে কোন প্রোগ্রামের ব্যাপারে ডিএমপি অত্যন্ত ধৈর্যশীল। অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে আমরা এ পরিস্থিতি মোকাবেলা করেছি।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অতিরিক্ত কমিশনার বলেন, ‘গেল দশ দিনে একজন স্টুডেন্টও পুলিশের আচরণকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। কিন্তু, এখন যদি রাস্তা বন্ধ হয়, তাহলে প্রচলিত আইন কার্যকর হবে। গেল দশ দিন যে সম্মানবোধ আমরা তাদের প্রতি দেখিয়েছি, আমাদের বিশ্বাস তারাও দেশের আইনের প্রতি সে বিশ্বাসটুকু রাখবে ও সম্মান দেখাবে।’