শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

কোটা সংস্কার আন্দোলন/ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ আজ

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সাধারণ জনগণের জন্য বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের দূতাবাসের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় মিশনের সদস্যদের কূটনৈতিক এলাকায় তাদের চলাচল সীমিত রাখার পরামর্শ দেয়া হয়।

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয় এ সতর্কবার্তায়। তারা যেন ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করেন বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলো যেন এড়িয়ে চলেন।

বার্তায় বলা হয়, ‘আপনারা বিক্ষোভ এড়িয়ে চলুন। যে কোন বড় জনসমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করুন। স্থানীয় ঘটনা ও আপনার চারপাশ সম্পর্কে সচেতন থাকুন ও আপডেটের জন্য স্থানীয় খবর মাধ্যমগুলোতে চোখ রাখুন।’

গেল কয়েক দিনে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ বড় আকার ধারণ করেছে। ঢাকা ও এর আশেপাশের এলাকা এবং অন্যান্য শহরগুলোতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।