নিউইযর্ক সিটি, যুক্তরাষ্ট্র: ‘কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক ইউএসএ’র ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এসোসিয়েশন প্রধান কার্যালয়ের এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশন নতুন সভাপতি মো. নুর আলম সিদ্দিক মুন্না।
সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও মৃত সদস্যদের জন্য দোয়া পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি মোহতাছেম বিল্লাহ সিরাজী।
সভায় নুর আলম সিদ্দিক মুন্না আগামী তিন বছর এসোসিয়েশনের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা চান।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মোহাম্মদ আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধক্ষ্য আব্দুর রহিম সবুজ, সহ কোষাধ্যক্ষ আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহাব উল্লাহ পাটোয়ারী, প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ক্রীড়া সম্পাদক মুকাররম হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. আজিজুল হক, সদস্য শাহাব উদ্দিন।
সভায় কমিটির সবাই বিভিন্ন বিষয়ে মতামত দেন এবং এসোসিয়েশনের কল্যাণে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় এসোসিয়েশনের একাউন্ট, গঠনতান্ত্রিক কমিটি ও বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
সভায় কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হল বিগত কমিটি ও বর্তমান কমিটির সমন্বয়ে বাদ পড়ে যাওয়া সদস্যদের সদস্যপদ হালনাগাদ কার্যক্রম বিভিন্ন লোকেশনে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে; রমজানে এসোসিয়েশনের সদস্যদের সুবিধার্থে প্রথম ভবন ৬১ চার্চ এভিনিউতে আগামী ৯ মার্চ ও দ্বিতীয় ভবন ৯৪৪ গ্ল্যামার এভিনিউতে ১৭ মার্চ ইফতারের আয়োজন; এসোসিয়েশনের মিলনমেলা বা বনভোজনের সম্ভাব্য আগামী ৬ জুলাই; এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে বাংলাদেশ সিমেট্রি থেকে ন্যূনতম এক হাজার কবরের জায়গা কেনা ও সেই লক্ষ্যে মত বিনিময় সভা করা।