শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

ক্যাটাগরি পাঁচে রূপ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

প্রিন্ট করুন

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: বহু বেশি শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন। ক্যাটাগরি পাঁচ মাত্রায় উন্নীত হয়ে এটি আছড়ে পড়তে পারে পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে। এ ব্যাপারে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের।

হারিকেন হেলেনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে নতুন আরেকটি হারিকেন মিল্টন। মেক্সিকো উপসাগরে সৃষ্ট এ ঝড় মঙ্গলবার (৮ অক্টোবর) কিংবা বুধবার (৯ অক্টোবর) ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।

এর পূর্বে, হারিকেনের প্রভাবে দেখা দিতে পারে ভারি বৃষ্টিপাত। বন্যার আশঙ্কায় বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। সরিয়ে নেয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যে ঝড়টি ক্যাটাগরি পাঁচ মাত্রায় উন্নিত হয়েছে। প্রতি ঘণ্টায় এটি ১৫৫ মাইল বেগে এগোচ্ছে। ঝড়ের সাথে প্রবল বৃষ্টি, জলোচ্ছ্বাস, তীব্র বাতাস ও বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এ দিকে, হারিকেন মিল্টনের ভয়াবহতা থেকে বাঁচতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। মজুত করা হচ্ছে প্রয়োজনীয় খাদ্য, পানি ও জিনিসপত্র। ইতিমধ্যে ফ্লোরিডার উপকূলীয় শহর ছাড়তে শুরু করেছে বাসিন্দারা। যে কারণে অঙ্গরাজ্যটির মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

দুই সপ্তাহ পূর্বে আঘাত হানা হারিকেন হেলেনের তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তা-ঘাট। শক্তিশালী ওই হারিকেনে প্রাণ হারান ২২৫ জনের বেশি মানুষ।

ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিতে দেখা দেয়া ভয়াবহ বন্য। তলিয়ে যায় সবকিছু। হারিকেন হেলেনের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। বিভিন্ন শহরে এখনো চলছে পুনরুদ্ধার ও পুনর্বাসনের কাজ।

যুক্তরাষ্ট্রের সরকারের মতে, হারিকেন হেলেনের ধ্বংসস্তূপ পরিষ্কার করে নতুন করে অবকাঠামো গড়তে এক বছরের বেশি সময় লেগে যেতে পারে। এরমধ্যে নতুন করে হারিকেন মিল্টন তাণ্ডব চালালে তা সামাল দেয়া আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।