চট্টগ্রাম: ‘বিশ্ব ক্যান্সার দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা করেছে ক্যান্সার সারভাইভার্স ফোরাম। শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রাম সিটির কারিতাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার সারভাইভার্স ফোরামের কাযনির্বাহি পরিষদ সদস্য পান্না বেগম এতে সভাপতিত্ব করেন।
ক্যান্সার সারভাইভার্স ফোরামের সভাপতি সাফিয়া বেগমের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল যাত্রা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটির সাবেক সংরক্ষি মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা, চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের সভাপতি মো. ইস্কান্দর আলী চৌধুরী, এসকেএফের এরিয়া ম্যানেজার হাবিব ফরহাদ।
প্রধান আলোচক হিসেবে বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চমেকের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আলী আসগর চৌধুরী।
তিনি বলেন, ‘সচেতনতার মাধ্যমে প্রাথমিক স্তরে ক্যান্সার শনাক্ত করে চিকিৎসার মাধ্যমে আরোগ্যলাভ সম্ভব।’
আমাদের সকলের লক্ষ্য হবে- ক্যান্সার প্রতিরোধে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া। যেমন- সিগারেট ও তামাক পাতার ব্যবহার চিরতরে বন্ধ করা। ধুমপান এলাকা এড়িয়ে চলা। ধুমপান থেকে বিরত থাকা; শারীরিক ওজন সারা জীবন স্বাভাবিক রাখা; প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা; কায়িক পরিশ্রম বাড়ানো এবং স্বাস্থ্যসম্মত ও সুষম খাবার খাওয়ার অভ্যাস করা।
এবারের প্রতিপাদ্য ‘সব ক্যান্সার রোগীর জন্য মানসম্মত চিকিৎসা হোক সহজলভ্য।’ এ শ্লোগানের আলোকে সেবার মান বাড়ানোর দাবি জানিয়ে বক্তব্য দেন সমাজসেবক মাইনুদ্দিন চৌধুরী, ব্রাইট বাংলাদেশ ফোরামের কর্মকর্তা সোহাইল উদ দৌজা প্রমুখ।