রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় মাতাল বিচারকের গুলিতে স্ত্রীর মৃত্যু, বাড়িতে মিলল ৪৭ বন্দুক

বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

প্রিন্ট করুন

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মাতাল অবস্থায় স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন এক বিচারক। সম্প্রতি দুইজনের তর্ক-বিতর্কের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত বিচারকের নাম জেফরি ফার্গুসন (৭২)। তার বাড়ি থেকে ৪৭টি বন্দুক ও ২৬ হাজারের বেশি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মালিকানা বৈধ হলেও ফার্গুসনের নামে নিবন্ধিত একটি বন্দুক এখনো পাওয়া যায়নি। খবর এপির।

ফার্গুসন অরেঞ্জ কাউন্টির সুপিরিয়র কোর্টে বসতেন। মঙ্গলবার (১৫ আগস্ট) স্ত্রী শেরিলকে (৬৫) হত্যার অভিযোগে তাকে আদালতে হাজির করা হয়। যদিও তাকে এক মিলিয়ন ডলার জামিনে মুক্তি দেয়া হয়েছে ও আদালত তাকে মদ পান করতে নিষেধ করেছেন। আগামী ৩০ অক্টোবর তাকে ফের আদালতে হাজির করা হতে পারে।

স্ত্রীকে গুলি করার পর ফার্গুসন তার এক সহকর্মীকে টেক্সট করেছিলেন। তাতে লিখেছিলেন, ‘আমি আমার স্ত্রীকে গুলি করেছি। আগামীকাল থাকব না। আমি হেফাজতে থাকব। আমি খুবই দুঃখিত।’

প্রসিকিউটররা বলেছেন, ‘ফার্গুসনকে গ্রেফতার করার সময় মদের গন্ধ পাওয়া যায়। তাদের প্রাপ্তবয়স্ক ছেলে ৯১১ নম্বরে ফোন করে জানায়, তার বাবা অতিরিক্ত মদ্যপান করছেন ও মাকে গুলি করেছেন।’

অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, গেল ৩ আগস্ট ফার্গুসন ও তার স্ত্রী শেরিল বাড়ির কাছের একটি রেস্তোরাঁয় তর্ক শুরু করেন, যা বাড়িতে ফিরে আসার পরও থামেনি। ঝগড়ার এক পর্যায়ে তিনি তার স্ত্রীর দিকে আঙ্গুল তুলে গুলি ছোড়ার ভান করেন। এ সময় শেরিল বলেন, ‘আপনি কেন আমার দিকে আসল বন্দুক তুলছেন না?’ তখন ফার্গুসন তার পায়ের হোলস্টার থেকে বন্দুক বের করে স্ত্রীর বুকে গুলি করেন।

আইনজীবী পল মেয়ার আদালতের বাইরে থাকা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা পরিষ্কার করতে চাই, এটি পুরো ফার্গুসন পরিবারের জন্য একটি ট্র্যাজেডি। এটি একটি দুর্ঘটনা ও এর চেয়ে বেশি কিছু নয়।’