মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

ক্ষোভ থাকলেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভাল চাই

বুধবার, জুন ৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: নানা সমস্যার মধ্যেও যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৫ জুন) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বহু ক্ষোভ ও বেদনা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভাল রাখতে চাই। কিন্তু, আয়নায় তাদের নিজেদের চেহারা দেখা উচিত।’

এ সময় মানবাধিকারের সবক দেয়া যুক্তরাষ্ট্রের ইসরাইলে গিয়ে মানবাধিকার কোথায় থাকে, এমন প্রশ্নও তোলেন তিনি।

দেশের বিচারবিভাগ স্বাধীনমতো কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, ‘আইন অনুযায়ী মুহাম্মদ ইউনূসের বিচার হচ্ছে। তাকে অপমান করার কোন দূরভিসন্ধি সরকারের নেই।’

তিনি এ সময় বিএনপির আমলের দুর্নীতির কথাও স্মরণ করিয়ে দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিবাজ দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা বছরের সেরা জোকস (কৌতুক)।’

বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‌বিএনপি নিজেদের দুর্নীতিবাজ দলীয় কারো বিচার করতে পারেনি। আশরাফুল হুদা, রকিবুল হুদা, কোহিনূর, মঈন ইউ আহমেদ কার সৃষ্টি?’