রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত

বুধবার, জানুয়ারী ২৪, ২০২৪

প্রিন্ট করুন

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সীমান্তে প্রতিপক্ষের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীর মৃত্যু। এ সময় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙ্গামাটির নানিয়ারচরের সীমান্তবর্তী এলাকা দুর্গম দুরছড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)। গুলিবিদ্ধ হয়েছেন ত্রিপল চাকমা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা জানান, প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠন ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় গুলির শব্দ পেয়ে পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থল অতি দুর্গম। তা ছাড়া, এটি মহালছড়ি থানার অধীনে কী না সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ নেয়া হচ্ছে।

‘তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।’