বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

গভর্নিং বডির অপসারণের দাবিতে আইডিয়াল কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচী

সোমবার, জানুয়ারী ৩০, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঢাকা সিটির সেন্ট্রাল রোডের ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন করছেন। সোমবার (৩০ জানুয়ারি) বিকালে থেকে তারা এ কর্মসূচী পালন করেন। এমনকি আন্দোলনকারী শিক্ষক ও কর্মকর্তারা কলেজের গভর্নিং বডির পূর্ব নির্ধারিত সভা আয়োজন করতে দেন নি।

তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয় অবিভাবকরা প্রতিবাদ মঞ্চে এসেছিলেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

প্রতিবাদ মঞ্চে বক্তব্য দেন পদত্যাগকৃত গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি বজলুর রহমান সাইফুল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রেজওয়ানুল হক, জীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হুদা।

এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনি‌টিতে সংবাদ সম্মেলন করে দুর্নী‌তি ও স্বেচ্ছাচারীতার অ‌ভি‌যোগ এনে আইডিয়াল ক‌লে‌জের গভ‌র্নিং ব‌ডি বর্জ‌নের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে কমিটির নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষকরা বলেন, ‘ক‌লেজ গভ‌র্নিং ব‌ডির বর্তমান সভাপ‌তি প্রায় ১৪ বছর ধরে প্রতিষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রে আস‌ছেন। অ‌নিয়ম ও দুর্নী‌তির অ‌ভি‌যো‌গে বরখাস্তকৃত অধ‌্যক্ষ জ‌সিম উদ্দিন আহ‌মেদসহ অপর দুই শিক্ষ‌কের অনিয়ম ও দুর্নী‌তির তদন্ত গত পাঁচ ম‌া‌সেও শেষ হয়‌নি। অভিযুক্ত ব‌্যক্তিরা হাইকো‌র্টে রিট পি‌টিশসন দা‌য়ের ক‌রেন, যেখা‌নে গভ‌র্নিং ব‌ডির সভাপতি‌কেও প্রতিপক্ষ করা হয়। কিন্তু প্রতিষ্ঠা‌নের পক্ষ থে‌কে কোন আইনী পদ‌ক্ষেপ গ্রহণ করা হয়‌নি। বর্তমা‌নে গভ‌র্নিং ব‌ডির কিছু সদ‌স্যের সহায়তায় ফের তা‌দের পুনর্বহা‌লের চেষ্টা চল‌ছে; যা আমরা মে‌নে নি‌তে পার‌ছি না। বিষয়‌টি এরই ম‌ধ্যে শিক্ষা মন্ত্রী ও জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের উপাচার্য‌কে লি‌খিতভা‌বে জানা‌নো হ‌য়ে‌ছে। আমরা বর্তমান গভ‌র্নিং ব‌ডি বর্জন কর‌ছি ও নতুন গভ‌র্নিং ব‌ডি নি‌য়ো‌গের দা‌বি জানা‌চ্ছি।’