বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

গাইবান্ধা সোসাইটি আমেরিকার আয়োজনে বাংলা ভাষা শুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: গাইবান্ধা সোসাইটি অব আমেরিকার উদ্যোগে মতবিনিময় সভা শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় কীভাবে নিউইয়র্কে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলা বানান ও বাক্য ব্যবহারে শুদ্ধতা আনা যেতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়।

সোসাইটির সভাপতি সনজীবন কুমারের সভাপতিত্বে ও দিলীপ মোদকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজা রহমান। প্রধান অতিথি ছিলেন ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ।

বক্তব্য দেন নিউইয়র্ক কনসুলেটর ইসরাত জাহান, একুশে চেতনা পরিষদের সভাপতি ওবায়েদুল্লাহ মামুন, সাংবাদিক নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা লাবলো আনসার, মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোপাল সান্যাল, সংগঠক মন্জুরুল ইসলাম, জাকির হোসেন বাচ্চু, কলামিস্ট শিতাংশু গুহ, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, প্রজ্ঞা মাসিক পত্রিকার সম্পাদক উত্তম কুমার সাহা, নির্বাহী সম্পাদক মুনমুন সাহা , প্রজ্ঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জ‍্যামাইকা সংসদের সাধারণ সম্পাদক হিরো চৌধুরী।

সভায় বক্তারা বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে মুক্তি সরকার, রেজা রহমান ও দিলীপ মোদক একত্রে দেশাত্মবোধক গান করেন।

এই সভা বাংলা ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সবাইকে একত্রিত করতে ও সমষ্টিগতভাবে কাজ করার প্রেরণা যোগায়।