বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

শিরোনাম

গাজায় ইসরাইলের হামলায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ১০৫ জনে

রবিবার, জানুয়ারী ২১, ২০২৪

প্রিন্ট করুন

গাজা উপত্যকা, ফিলিস্তন: গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২১ জানুয়ারি) বলেছে, ‘গেল ৭ অক্টোবর ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে কমপক্ষে ২৫ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। খবর এএফপির।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলের বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে এ যুদ্ধে আরো প্রায় ৬২ হাজার ৬৮১ জন আহত হয়েছে।’

বলে রাখা ভাল, গেল ৭ অক্টোবর ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরাইলে আচমকা বড় ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু ও হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘনবসতিপূর্ণ গাজায় লোকদের বসবাসের অমানবিক পরিস্থিতি তৈরির নিন্দা জানিয়েছে। কারণ, ইসরাইলের হামলায় অসংখ্য বাস্তুচ্যুত লোক গাজায় মানবেতর দিনযাপন করছে।