ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইসরাইলি জনগণের ‘অগণিত জীবন’ বাঁচানোর জন্য ইসরাইল সরকারের ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার (৭ আগস্ট) হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘গত কয়েক দিন ধরে ইসরাইল ইসলামিক জিহাদ গ্রুপের নির্বিচারে রকেট হামলা থেকে নিজেদের জনগণকে রক্ষা করেছে।’
তিনি আরো বলেন, ‘ইসরাইলকে আয়রন ডোমের মাধ্যমে সহায়তা করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।’ আয়রন ডোম শত শত রকেট প্রতিহত করে অগণিত জীবন বাঁচিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
বিবৃতিতে বাইডেন বলেন, ‘ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার ও নিরাপত্তার প্রতি আমার সমর্থন দীর্ঘ স্থায়ী ও অটল। আমি প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড ও তার সরকারের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করি।’
তিনি আরো বলেন, ‘গাজায় বেসামরিক হতাহতের খবর দুঃখজনক…..আমরা যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য ও যুদ্ধ কমার সাথে সাথে গাজায় জ্বালানি ও মানবিক সরবরাহ নিশ্চিত করার জন্য সব পক্ষকে আহবান জানাই।’
বাইডেন বলেন, ‘ইসরাইল ও পশ্চিম তীরে আমার সাম্প্রতিক সফরের সময় আমি যেমন স্পষ্ট করেছিলাম যে, ইসরাইলি ও ফিলিস্তিনিরা উভয়েই নিরাপদে বসবাস করার এবং স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রের সমান ব্যবস্থা উপভোগ করার যোগ্য। আমার প্রশাসন সেই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে ও ফিলিস্তিনি ও ইসরাইলিদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমার সফরের সময় থেকে শুরু হওয়া উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য ইসরাইলি ও ফিলিস্তিনি নেতাদের সাথে যোগাযোগ রাখবে।’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মিশরের মধ্যমস্থতায় স্থানীয় সময় রোববার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল।