শুক্রবার, ১৬ মে ২০২৫

শিরোনাম

গাজা ‘দখল’ করে ‘ফ্রিডম জোন’ বানাতে চান ট্রাম্প!

বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর থেকেই গাজা উপত্যকা নিয়ে বিতর্কিত নানা মন্তব্য করে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময় তীব্র সমালোচনার মুখে পড়লেও গাজা ইস্যুতে ফের বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেছেন, তিনি গাজা ‘নিতে’ চান এবং এটিকে ‘ফ্রিডম জোনে’ পরিণত করতে চান।

আজ বৃহস্পতিবার (১৫ মে) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ট্রাম্প বলেন, ‘গাজা সম্পর্কে আমার কিছু ধারণা আছে, যা আমার মনে হয় খুবই ভালো। এটিকে একটি ফ্রিডম জোন হিসেবে গড়ে তোলা যায়। সেখানে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত হতে দিন এবং এটিকে (গাজা) কেবল একটি ফ্রিডম জোন হিসেবে গড়ে তুলুন।’

চলতি বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মালিকানা গ্রহণ করবে এবং পুনর্নির্মাণ করা হবে।’