বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাব অনুমোদনে যুক্তরাষ্ট্রের সমর্থনের অপেক্ষায় বিশ্ব

বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক ‍সিটি, যুক্তরাষ্ট্র: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফের ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পাস করার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাব পাসের পূর্বের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফের একটি প্রস্তাব পাস করার চেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থনের অপেক্ষায় রয়েছে। খবর এএফপির।

নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের সদর দফতরে কূটনৈতিক টানাপোড়েনের কারণে গাজার অবনতিশীল পরিস্থিতি ও ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যার পটভূমিতে আনা যুদ্ধবিরতি প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ভোটাভুটি বুধবার (২০ ডিসেম্বর) ফের স্থগিত করা হয়।

খসড়া সংস্করণ অনুসারে, সংযুক্ত আরব আমিরাত এই সংঘাতের অবসানে একটি খসড়া প্রস্তাবের পৃষ্ঠপোষকতা করছে। নিরাপদ আপস সমাধানে পৌঁছার জন্য যা এরমধ্যেই আরো নমনীয় করা হয়েছে। এতে ‘নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেয়ার জন্য জরুরি যুদ্ধ স্থগিত করার ও যুদ্ধ বন্ধের দিকে টেকসই পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।’

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত লানা জাকি নুসিবেহ বলেছেন, ‘যুদ্ধ বন্ধে সরাসরি কার্যকর প্রভাব পড়ে- এমন একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দেশগুলোর কূটনীতিকরা সর্বোচ্চ স্তরে চেষ্টা চালাচ্ছেন।’

১৫-সদস্যের কাউন্সিলের সদস্যরা প্রস্তাবের সাধারণ ভিত্তি খুঁজে পেতে কয়েক দিন ধরে যুদ্ধ করছেন। এই ভোট সোমবার (১৮ ডিসেম্বর) থেকে বেশ কয়েক বার পিছিয়ে দেয়া হয়েছে।

ইসরায়েলের মিত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে ‘যুদ্ধবিরতি’ শব্দটির বিরোধিতা করেছে ও যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল বিরোধী প্রস্তাবগুলোকে ব্যর্থ করতে নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনুরোধে সর্বশেষ বিলম্ব হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার (২০ ডিসেম্বর) বলেছেন, ‘হামাসকে ‘নির্মূল’ না করা পর্যন্ত গাজায় কোন যুদ্ধবিরতি হবে না।’

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান বলেন, ‘নিউইয়র্কের (জাতিসংঘের সদর দপ্তরে) সকলে এখনো হোয়াইট হাউসের জন্য অপেক্ষা করছে। একটি দৃঢ় ধারণা রয়েছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

রিচার্ড গোয়ান বলেছেন, ‘জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ‘চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের ব্যবস্থার মধ্যে কঠোর অবস্থান নিয়েছেন।’

‘তবে ইসরায়েলিরা যদি প্রস্তাবের বিরোধিতা করতে থাকে, বাইডেন এখনো এটিকে ব্লক করার সিদ্ধান্ত নিতে পারেন।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে মতামত প্রকাশ করবেন না।

তিনি বুধবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ‘গঠনমূলকভাবে’ কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছে।’

যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে মানবিক সহায়তা সরবরাহ প্রচেষ্টা অগ্রসর করতে চায়, তবে যুদ্ধবিরতি নয়।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘মহাসচিবের নিজের অবস্থান অপরিবর্তিত। তিনি একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন।’