নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদের নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের বাসভবনে ঈদে মিলাদুন্নবীর (সা.) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গেল রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মাহফিলে নিউইয়র্ক সিটির সুনামধন্য উলামারা উপস্থিত ছিলেন।
নিউইয়র্কের আহলে বাইত জামে মসজিদের পেশ ইমাম মুফতি সৈয়দ মুতাওয়াককিল বিল্লাহর সভাপতিত্বে ও গিয়াস আহমেদের পরিচালনায় মাহফিলে বক্তব্য দেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ, বিলাল মসজিদের ইমাম সৈয়দ আনসারুল করিম, মুফতি আবদুল মালেক, হাফেজ রফিকুল ইসলাম, সৈয়দ উমায়ের হাসান, মাওলানা মাহমুদ, সৈয়দ মুসতাকিম বিল্লাহ, হাফেজ টিপু রহমান ও কাউসার আহমেদ।
নাত পরিবেশন করেন পাকিস্থান থেকে আসা হাফেজ ফারুখ খান।
মাহফিলে বক্তারা বলেন, ‘আল্লাহ কোরানে নবী করিমকে (সা.) আমাদের জন্য রহমত হিসেবে উল্লেখ করেছেন। যারা মিলাদুন্নবী পালনে বিরোধীতা করে, তারা পথভ্রষ্ট সালাফি ও জঙ্গি মতবাদের অনুসারী। তারা ফেতনাবাজ ও অনৈক্য সৃষ্টিকারী।’