বুধবার, ০২ এপ্রিল ২০২৫

শিরোনাম

গোপন চ্যাট গ্রুপে সাংবাদিক, ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা ফাঁস!

মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে হামলার আগে একজন সাংবাদিককে যুদ্ধ পরিকল্পনা জানিয়ে বিপদের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। একটি ম্যাসেজিং গ্রুপে এই পরিকল্পনা জানানো হয় বলে দাবি ওই সাংবাদিকের। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ‘ভুল করে এই ঘটনা ঘটেছে।’ সংবাদ রয়টার্সের।

সোমবার (২৪ মার্চ) হোয়াইট হাউজের বরাতে মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ প্রতিবেদনে বলেন, ‘১৩ মার্চ তাকে অপ্রত্যাশিতভাবে সিগন্যাল মেসেজিং অ্যাপের একটি চ্যাট গ্রুপে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই গ্রুপে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার ডেপুটি অ্যালেক্স ওংকে হুতিদের বিরুদ্ধে মার্কিন হামলার জন্য একটি ‘টাইগার টিম’ গঠনের দায়িত্ব দিয়েছিলেন।’

গত ১৫ মার্চ ইয়েমেনে হামলার ঘোষণা দেন ট্রাম্প। তবে জেফরির দাবি, তিনি ওই সিগনাল গ্রুপ থেকে আগেই এই হামলার বার্তা পান।

সোমবার অনলাইনে পোস্ট করা প্রতিবেদনে ম্যাগাজিনটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা সচিবসহ শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইয়েমেনে আসন্ন সামরিক হামলার যুদ্ধ পরিকল্পনা একটি নিরাপদ মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে টেক্সট করেছেন। যেখানে দ্য আটলান্টিকের প্রধান সম্পাদকও ছিলেন।

লোহিত সাগরের জাহাজ চলাচলের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ মার্চ ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে সামরিক হামলা শুরু করেন এবং হুতিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করেন, তাদের অবিলম্বে এই গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা উচিত।

ওই হামলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মেসেজিং গ্রুপে হামলার পরিকল্পনা সম্পর্কে অপারেশনাল বিবরণ পোস্ট করেছিলেন। যেখানে হামলার লক্ষ্যবস্তু, মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্র মোতায়েন করবে এবং আক্রমণের ধারাবাহিকতা সম্পর্কেও তথ্য ছিল বলে গোল্ডবার্গ জানান।

গোল্ডবার্গ লিখেছেন, চ্যাট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড, এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

এ বিষয়ে হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।’

‘আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি দ্য আটলান্টিকের খুব একটা বড় ভক্ত নই।’

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা পরে বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে এবং ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে।’

এদিকে, জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বিবৃতিতে বলেছেন, ‘আমরা পর্যালোচনা করছি কীভাবে অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে।’

অন্যদিকে হেগসেথ গ্রুপ চ্যাটে যুদ্ধ পরিকল্পনা শেয়ার করার কথা অস্বীকার করেছেন। ‘কেউ যুদ্ধ পরিকল্পনা টেক্সট করেনি।’ সোমবার হাওয়াইতে এক সরকারি সফরে সাংবাদিকদের তিনি বলেন।

সোমবার গভীর রাতে সিএনএনে সাক্ষাৎকারে হেগসেথের অস্বীকারের জবাবে গোল্ডবার্গ বলেন, ‘না। এটা মিথ্যা। তিনি যুদ্ধ পরিকল্পনা টেক্সট করছিলেন।’

ডেমোক্র্যাট আইন প্রণেতারা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের এই ভুলের দ্রুত প্রতিক্রিয়া জানান।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি মার্কিন জাতীয় নিরাপত্তার লঙ্ঘন এবং আইনের লঙ্ঘন; যা কংগ্রেসের তদন্ত করা উচিত।’

আরো পড়ুন

ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। পরবর্তী সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দুই রাকাত ওয়াজির নামাজের পর খুতবা দেন ইমাম, এরপর হয় মোনাজাত। মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মুসল্লিরা অনেকেই চোখের জলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বর্তমান সরকারের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। মসজিদ চত্বরে মুসল্লিদের সেলফিতে মেতে উঠতে দেখা যায়। সারাদেশে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।