শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

গোল্লায় যাচ্ছে দেশ

বুধবার, এপ্রিল ৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। তবে তাকে হাতকড়া পরানো হয়নি। এরপর তিনি আদালতকক্ষে প্রায় এক ঘণ্টার মত তার আইনজীবীকে নিয়ে শুনানিতে অবস্থান করেন। পরবর্তী রিপোর্টারদের কোন কথার উত্তর না দিয়ে আদালতকক্ষ ত্যাগ করেন। খবর ডয়চে ভেলের।

সাবেক পর্নো তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেয়ার মামলার শুনানিতে আনা ৩৪টি অভিযোগে সবকটিতেই এ দিন ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন।

এরপর নিউইয়র্ক থেকে ফ্লোরিডার নিজ বাস ভবনে যান ট্রাম্প। সেখানে তিনি তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। ট্রাম্প দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এ দিন একহাত নিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘দেশ গোল্লায় যাচ্ছে।’

৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমি কখনো ভাবিনি আমেরিকায় এমন হতে পারে, কখনো ভাবিনি এমনটা হবে।’

তিনি আরো বলেছেন, ‘আমার একমাত্র অপরাধ হচ্ছে- এ দেশকে যারা ধ্বংস করতে যায়, তাদের হাত থেকে নির্ভয়ে রক্ষা করা।’

আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত৷ পরবর্তী শুনানিতেও  ট্রাম্পকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প৷ যৌন সম্পর্কের বিষটি গোপন রাখতেই এ তারকাকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ আসে৷ যদিও সেই পর্নো তারকার সাথে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক কোন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি।