নিউইয়র্ক: বাফেলোবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো নিউইয়র্কের ইফতার, দোয়া মাহফিল ও উপদেষ্টা মণ্ডলীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) আলেক্সান্দ্রা এভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাফেলোর বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা আসায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলোর সভাপতি মোক্তাদির হোসেন মিছবাহ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক আহমদ নাজমুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব টনি ডায়েস, সিটি অব বাফেলোর এরি কাউন্টি লেজিসলেটর দুপ্রে, বাফেলো পুলিশ লেফটেনেন্ট পিটলিংটন, সাহী চৌধুরী, থ্যানন রিজভী।
ইফতারের আগে ময়নুল হক চৌধুরী হেলাল সংগঠনের উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন।