বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’ ফ্লোরিডায় আঘাত হানতে পারে বুধবার, জরুরি অবস্থা ঘোষণা

মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩

প্রিন্ট করুন

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসির পূর্বাভাস বলছে, ‘গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইদালিয়া ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার (৩০ আগস্ট) দিনের শেষভাগে ফ্লরিডায় আঘাত হানতে পারে। উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় অর্থ হচ্ছে- বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ১৭৯ কিলোমিটার হতে পারে। খবর ডয়চেভেলের।

এনএইচসি বলছে, ‘প্রায় ৩২ লাখ মানুষ বাস করা টাম্পা বে এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পানির উচ্চতা আট থেকে ১২ ফুট হতে পারে৷ ফ্লরিডার অন্য এলাকা ও জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য ফ্লরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা এরইমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

এর আগে সোমবার (২৮ আগস্ট) সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, ‘ইদালিয়া ঘূর্ণিঝড় ‘বড় প্রভাব’ ফেলতে পারে। তাই, আপনাদের যা করার আছে, করুন। আপনাদের কাছে আজো সময় আছে৷ আগামীকালেরও বেশিরভাগ সময় আছে।’

জনগণকে উপকূলীয় এলাকা ছেড়ে উঁচু ভূমিতে চলে যাওয়ার পরামর্শ দেন গভর্নর।

এ দিকে, ফ্লরিডার দিকে ছুটে যাওয়ার পথে ইদালিয়ার প্রভাবে কিউবার সবচেয়ে পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। ঐ এলাকায় তামাক উৎপাদিত হয়ে থাকে। মাত্র এক বছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি ঐ এলাকা। ঐ ঘূর্ণিঝড়ে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল।

বিজ্ঞানীরা বলছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরো উষ্ণ হয়ে ওঠায় ঝড়গুলোর শক্তি দিন দিন বাড়ছে।’