চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির আগ্রাবাদের মক্কা মদিনা টাওয়ারের নিচ তলায় বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’র অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে এর উদ্বোধন করেন ব্যান্ড শিল্পী নকীব খান। অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এয়ারলাইন সিকিউরিটি গ্রæপ ক্যাপ্টেন এবিএম সরোয়ার ই জামান, ডেপুটি ম্যানেজার সাকিব হাসান শুভ উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধনকালে এয়ার অ্যাস্ট্রাকে বাংলাদেশের আকাশে নব তারকা বলে উল্লেখ করেছেন করেছেন নকীব খান।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাকে বিমানে প্রচুর ভ্রমণ করতে হয়। আমি যতটুকু এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করেছি, আমার অভিজ্ঞতা খুবই ভাল। কেউ যখন ফ্লাই করে- তখন কাস্টমার কেয়ার, লাগেজ হ্যান্ডলিং, সময়ানুবর্তিতা দেখে। রাইট টাইমে ফ্লাই করা ও গন্তব্যে পৌঁছানো থাকে লক্ষ্য। অ্যাভিয়েশন প্রতিযোগিতামূলক বাজার। সেবা ভাল হলে সাফল্য বেশি। ফ্লাইট নানা কারণে ডিলে হতে পারে। কিন্তু, টাইম মেনটেইনের চেষ্টা থাকতে হবে। যারা ফ্লাই কওে, তারা এটা আশা করে।’
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘নয় বছর পরে বাংলাদেশে এয়ার অ্যাস্ট্রা সার্টিফিকেশন পেয়েছে গেল নভেম্বরে। আমাদের তিনটি এয়ারক্রাফট আছে। লক্ষ্য, এ বহরে ছয়টি এয়ারক্রাফটে উন্নীত করার। নতুন এয়ারক্রাফট যুক্ত হলে দেশের বাকি গন্তব্যে ফ্লাইট অপারেশন করব। আগামী নভেম্বরে এক বছর পূর্ণ হবে। তারপর ইন্টারন্যাশনাল ফ্লাইট চালুর পরিকল্পনা করছি।’
সাংবাদিকদেও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করের বোঝা বাড়লে ভাড়া বাড়বে। যাত্রীদের কথা মাথায় রেখে কতটা সহনীয় পর্যায়ে রাখা যায়, সেই চেষ্টা থাকবে আমাদের। রেভিনিউ ম্যানেজমেন্ট স্টাডি করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা।’
অনুষ্ঠান জানানো হয়, এটিআর ৭২-৬০০ তিনটি এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চারটি, কক্সবাজারে চারটি, সৈয়দপুর ও সিলেটে দুইটি ফ্লাইট পরিচালনা করছে। অনলাইনের পাশাপাশি আগ্রাবাদে এয়ার অ্যাস্ট্রার অফিস থেকে সরাসরি টিকিট কেনা যাবে। এ ছাড়া, টিকিট ক্যানসেল, রিফান্ড ও ফ্লাইটের সময় পরিবর্তনসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।