আবছার উদ্দিন অলি: দেখতে দেখতে ২০২৪ সাল বিদায় নিতে যাচ্ছে। সময় যে কত দ্রুত চলে যাচ্ছে, সেটি কল্পনা করাও সময়ের ব্যাপার মাত্র। চট্টগ্রামের সাংস্কৃতিক ও বিনোদন জগতে আলোচিত বছর ছিল ২০২৪। প্রাপ্তি ও প্রত্যাশার যোগফল হিসেবে করলে পাওয়া না পাওয়ার আনন্দ বেদনার চিত্র ফুটে উঠবে। সারা দেশের মতই চট্টগ্রামের সাংস্কৃতিক জগতে বিভিন্ন ঘটনাবলী আমাদের এই অঙ্গনকে সময়ের সাথে সাথে যেমন আলোকিত করেছে, তেমনি আলোচিতও করেছে।
আমরা এই বছর সাংস্কৃতিক অঙ্গনের অনেক গুণীজনকে হারিয়েছি। ২০২৪ সালের ৭ এপ্রিল চির বিদায় নিয়েছেন বেতার টেলিভিশন ও চলচ্চিত্রের তালিকাভুক্ত বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক সৈয়দ মহিউদ্দিন। এছাড়াও চির বিদায়ের খাতায় যুক্ত হয়েছেন বেতার টেলিভিশনের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক হেলাল উদ্দিন, বিশিষ্ট গীতিকার ইউনুচ আলকরণী, নাট্যকার ও নাট্য পরিচালক লোকমান হোসেন, অভিনেতা চন্দন ধর, বেতার টেলিভিশন চলচ্চিত্রের দেশ বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, শিল্পী ও নাট্যকার সনজিত আচার্য্য, বেতার টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী শুভ্রা চৌধুরী। চলতি বছর যারা আমাদের কাছে বিদায় নিয়েছেন, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়। এ বছর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন ইমাম হোসেন। এছাড়াও, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে শিল্পীদের অডিশন শুরু হয়েছে। ৮ জুন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে গত ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮ বছর পূর্তি অনুষ্ঠিত হল। এছাড়াও বিনোদনভিত্তিক আইপিটিভি সিআরএস টিভি ও সিআরএস রেকর্ডিং স্টুডিওর যাত্রা শুরু হল। ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার নির্বাচন। এতে হিল্লোল রায় সভাপতি ও সংকলন বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে শোবিজ জগতের অনেকেই চট্টগ্রামে এসে বড় বড় ইভেন্ট করে গেছেন। এছাড়াও সম্প্রতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ৮৪০ চলচ্চিত্রটি চট্টগ্রামে মুক্তি পেয়েছে। পুরো বছর জুড়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনব বুবলী, বিদ্যা সিনহা মীম, নুসরাত ফারিয়া, তিশা, মেহজাবীনসহ অনেক তারকার পদচারনায় মুখরিত ছিল চট্টগ্রাম।
চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের বিভিন্ন অনুষ্ঠানমালা ছাড়াও ঝাকঝমকপূর্ণ বর্ষপূর্তি অনুষ্ঠান করেছেন। এছাড়াও আঞ্চলিক গানের সম্রাট শ্যাম সুন্দর বৈষ্ণব, সম্রাজ্ঞী শেফালী ঘোষণ, বরেণ্য গীতিকার আবদুল গফুর হালী, ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর স্মরণে অনুষ্ঠান করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চ নাটক মঞ্চায়ন হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য ছিল ইউটিউবের জন্য নির্মিত বেশ কয়েকটি নাটকের প্রিমিয়ার শো।
চট্টগ্রাম থেকে এ বছর বেশ কিছু ওয়েব ফিল্ম, টেলিছবি, নাটক ও মোটিভিশনাল ছোট ছোট নাটিকা এবং সমাজ সচেতনতামূলক তথ্যচিত্র নির্মিত হয়েছে। জুলাই-আগস্ট-সেপ্টেম্বর অনুষ্ঠানমালা কম হলেও বছরের শেষ দিকে নভেম্বর-ডিসেম্বর পুরোদমে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মত। এছাড়াও বিভিন্ন স্থানে কাওয়ালী অনুষ্ঠান দর্শকদের নজর কেড়েছে। বাংলা নববর্ষ, ইংরেজী নববর্ষ, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, মে দিবস, বিজয় দিবস, ভ্যালেন্টাইন ডে, বড় দিন, বর্ষ বিদায়সহ বিভিন্ন দিবসে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
চলতি বছর শিল্পী আলাউদ্দিন তাহের, হাসান জাহাঙ্গীর, সুবর্ণা রহমান, আকলিমা মুক্তা, ফজলুল কবির চৌধুরী, ইকবাল হায়দার, ইকবাল পিন্টু, জুলিয়া আক্তার জুলি, মোঃ সাইফুদ্দিন, লুপর্ণা মুৎসুদ্দী লুপা, শাহীন রহমান, আরকে চক্রবর্তী জুয়েল, রিয়াজ ওয়ায়েজ, হাসনাত জান্নাত মিকাত, সুপ্রিয়া লাকী, রিফাত লিজা, এসবি সুমী, আলিয়া আরিফসহ বেতার টেলিভিশনের অনেক শিল্পীর নতুন মিউজিক ভিডিওর ইউটিউবে প্রকাশ পেয়েছে।
চট্টগ্রামের জনপ্রিয় কৌতুক অভিনেতা মেরা মিয়া খ্যাত দিলীপ হোড় দীর্ঘ দিন ধরে অসুস্থ। এছাড়াও সঙ্গীত শিল্পী কল্পনা লালা, রুনা পারভীন, বোরহান উদ্দিন চৌধুরী টিপু অসুস্থতার জন্য অনুষ্ঠান করা থেকে বিরত রয়েছেন। আমরা তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি।
নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ২০২৪ সালের পুরো বছরটা মুখরিত ছিল চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন। আমরা আশা করছি, ২০২৫ সালেও বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের পথচলা অবারিত থাকবে।