বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১২৯

রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং নতুন করে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঝর্ণা রাণী নামে ৪৩ বছরের এ মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শনিবার (২ সেপ্টেম্বর) মারা যান।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম রোববার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত সাতকানিয়া থানা এলাকার ঝর্ণা রাণীকে গেল ২৭ আগস্ট চমেকর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ সেপ্টেম্বর) তার মৃত্যু ঘটে। তিনি এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন এবং এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে তার মৃত্যু ঘটে। চট্টগ্রামে ছয় দিন পর ডেঙ্গুতে এক রোগীর মৃত্যু হল। সর্বশেষ মৃত্যু হয়েছিল গেল ২৬ আগস্ট আবদুল মালেক নামে এক ব্যক্তির। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ২১ জন শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ পুরুষ ও ১৯ মহিলা রোগীর মৃত্যু হয়েছে।

তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় গেল ২৪ ঘণ্টায় (রোববার ৩ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১২৯ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন ও বেসরকারি হাসপাতালে ৫২ জন। সরকারি হাসপাতালের ৭৭ রোগীর মধ্যে চমেক হাসপাতালে ৩৯, আন্দরকিল্লা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নয়, বিআইটিআইডিতে ১৫, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে চার ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশজন। ফলে, চট্টগ্রাম জেলায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৩৫ জনে। এদের তিন হাজার ৫৯৫ জন সরকারি হাসপাতালে ও দুই হাজার ৫৪০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৮০৬ জন।