শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে নৌকার প্রার্থীর কার্যালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৪

বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম-দশ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে খুলশী থানায়। মহিউদ্দিন বাচ্চুর পক্ষে আরিফুল ইসলাম ও পুলিশের পক্ষে খুলশী থানার এক পুলিশ কর্মকর্তা মামলা দুটি করেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, বিএনপির পদযাত্রা শেষে বুধবার (১৯ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে সিটির লালখান বাজারস্থ জমিয়তুল ফালাহ মসজিদের মূল গেটের বিপরীতে মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় তার পক্ষে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি খুলশী থানায় বৃহস্পতিবার (২০ জুলাই) মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। অপর দিকে, পুলিশের পক্ষ থেকে খুলশী থানার এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। এখানেও সমসংখ্যক লোককে আসামি করা হয়েছে। আমরা প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসিটিভি ফুটেজ দেখে সুনির্দিষ্ট আসামি করেছি ও গ্রেফতার অভিযানও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।’

বলে রাখা ভাল, বিএনপির পদযাত্রা শেষে বুধবার (১৯ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে জমিয়তুল ফালাহ মসজিদের সামনে দিয়ে বিএনপির নেতা-কর্মীরা হেঁটে ফিরে যাচ্ছিলেন। এ সময় তারা হঠাৎ নৌকা মার্কার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। বেশ কয়েকজন কার্যালয়ের ভিতরে প্রবেশ করে প্রচারণার কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া, কার্যালয়ের সামনে রাখা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা সড়কে চলাচলরত কয়েকটি যানবাহন ও পুলিশের গাড়ি ভাংচুর করে। বিএনপির নেতাকর্মীরা দশটি গাড়ি ভাঙচুর করে। হামলায় আওয়ামী লীগের ৩৬ নেতা-কর্মী আহত হয়েছেন বলে মহিউদ্দিন বাচ্চু দাবি করেছেন।