চট্টগ্রাম: একই অভিযানে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করা বাবর আলী দেশে ফিরেছেন। তিনি মঙ্গলবার (২৮ মে) রাত নয়টায় নেপাল থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে ফেরেন। বুধবার (২৯ মে) বাবর সাংবাদিকদের সাথে এভারেস্ট জয়ের অভিজ্ঞতা শেয়ার করবেন। আগামী রোববার (২ জুন) সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তার পর্বত জয় উদযাপন করা হবে।
চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ১৯ মে। এক দিন পর ২১ মে তিনি পৃথিবীর চতুর্থ উচ্চতম স্থান লোৎসে পর্বতের শিখরে আরোহণ করে রেকর্ড গড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস পাস করা বাবর আলী পেশা হিসেবে ডাক্তারি বেছে নেননি। চাকরি ছেড়ে দেশ-বিদেশে ঘোরা শুরু করেন তিনি। সাইক্লিংয়েও রয়েছে তার আগ্রহ।
বাবর আলীর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ছিল মঙ্গলবার (২৮ মে) বিকাল পাঁচটায়। নেপালের কাঠমাণ্ডু থেকে দুপুর ১২টার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল তার। ফ্লাইটটি তিন ঘণ্টা বিলম্বে ছাড়ায় ঢাকায় পৌঁছতেও দেরি হয়।
বাংলাদেশ বিমানের সর্বশেষ ফ্লাইটে মঙ্গলবার (২৮ মে) রাত আটটা ৪৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন বাবর আলী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চরে গ্রামের বাড়িতে আসেন।