রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত

বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিমানের দুইজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এ দিকে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে নৌ-বাহিনী ও পুলিশসহ অন্য সংস্থার কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘কর্ণফুলী নদীর ডাঙার চর বরাবর কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির দুইজন পাইলট প্যারাস্যুটের সাহায্যে রক্ষা পেয়েছেন।’