রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে বিমানের সিটের নিচে মিলল চার কোটি টাকার সোনা

শনিবার, জানুয়ারী ১৩, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সিটের নিচ থেকে চার কেজি ৫৪০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর যৌথ এ অভিযান চালায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচে এসব স্বর্ণ পাওয়া গেছে।

একজন কর্মকর্তা জানান, শনিবার (১৩ জানুয়ারি) সকাল আটটা ৪০ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিত যৌথ অভিযান চালায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (ইএ-১৫২) ভেতর থেকে তল্লাশির মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে চার কেজি ৫৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

উদ্ধারকৃত সোনার পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় এর দামের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।