চট্টগ্রাম: আওয়ামী লীগ জোর করে ১৫ বছর ক্ষমতা দখল করে মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে উল্লেখ করে
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘আজ শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, শ্রমিকদের কাজের সংস্থান নেই। অথচ এ সরকারের সঙ্গে যারা আছে, তারা লুটতরাজ করে টাকা পাচার করে দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে শ্রমিক মেহনতি মানুষ দিশেহারা। আজকে সবচেয়ে কষ্টে আছে আমাদের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। দেশের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ দুই বেলা দুমুঠো খেতে পায় না। তাই, শ্রমিকদের নিজেদের স্বার্থে ও জনগণের স্বার্থে আমাদের এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী ১৬ জুলাই চট্টগ্রামে মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। দেশের মানুষ এ অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে ঐক্যবদ্ধ হয়েছে। চট্টগ্রামের শ্রমিক মেহনতি মানুষের মহা সমাবেশে তারই প্রতিফলন ঘটবে।’
মঙ্গলবার (১১জুলাই) বিকালে দেশ বাঁচাতে শ্রমজীবী জনতার চট্টগ্রাম বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে সিটির কাজীর দেউড়ীর দলীয় কার্যালয় নাছিমন ভবনে পাঁচলাইশ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন আরো বলেন, ‘দেশের মানুষ জেগে উঠেছে। তারা ঐক্যবদ্ধ। সাংবিধানিকভাবে এ সরকার অবৈধ। তাদের পদত্যাগ করতেই হবে। আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের লক্ষ্যই দেশের মানুষকে শোষণ করা। আমরা শোষণের বিরুদ্ধে লড়াই করছি।’
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘আওয়ামি লীগ জোর করে ক্ষমতায় বসে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। অবৈধ আওয়ামী সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে একটা খেলায় পরিণত করেছে। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা চলচাতুরীর মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে আরো একটি নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা স্পষ্ট বলে দিতে, চাই শেখ হাসিনার অধীনে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপি জনগনকে সাথে নিয়ে ষড়যন্ত্রের যে কোন নির্বাচন প্রতিহত করে আওয়ামী লীগকে পদত্যাগে বাধ্য করে দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ফের জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ। এবার প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে সরকার। দেশের মানুষ ও আন্তর্জাতিক বিশ্ব দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আওয়ামী লীগ ভাল করেই জানে, দেশের জনগণ ভোটের অধিকার পেলে তাদের রাজনৈতিক পরাজয় হবে। তাই, তারা সংবিধানের দোহাই দিয়ে ফের একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়। দেশের মানুষ তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না।’
পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপত্বি ও সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রস্ততি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও পাঁচলাইশ থানা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমম্বনয়ক ইয়াছিন চৌধুরী লিটন, যুগ্ম আহবায়ক ইস্কান্দর মির্জা, সদস্য এরশাদ উল্লাহ, আশ্রাফ চৌধুরী, আরইউ চৌধুরী শাহীন, মনজুর আলম মনজু, কামরুল ইসলাম। বক্তব্য দেন থানা বিএনপির সহ সভাপতি বাবুল কোম্পানী, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক শহীদুর রহমান বেলাল, তারেক রশিদ, মকবুল হোসেন খোকন, মো. সালামত আলী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মো. শাহ আলম, জহুরুল কবির চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল আলম, শায়েস্তা উল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, হাসান ওসমান, মো. হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী শাকি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ সফি।