রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে সমাবেশ/প্রস্তাবিত বাজেট প্রত্যাখান ছাত্র ইউনিয়নের

সোমবার, জুন ২৪, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে শিক্ষা খাতে মোট বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি জানিয়ে সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।

সোমবার (২৪ জুন) বিকালে সিটির চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ শতাংশ ট্যাক্স বাতিল ও শিক্ষা খরচ সংকোচনের দাবি জানান।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি টিকলু কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ দেব নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলার কোষাধাক্ষ্য তানভীর ইলাহী, পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক সুমন রাহমান, সাংগঠনিক সম্পাদক প্রিন্স দাশ, কোতোয়ালি থানা শাখার সহ সভাপতি কংকন শর্মা ও হাটহাজারী উপজেলা শাখার আহবায়ক প্রসেনজিৎ বৈদ্য।

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর যত বাজেট হয়েছে, সব বাজেটেই শিক্ষা খাতকে অবহেলা করা হয়েছে। আমরা সব সময়ই বলে আসছি বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হোক। মোট জিডিপির আট ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হোক। কিন্তু, ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির অনুপাতে শিক্ষা খাতে বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় কমেছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির তুলনায় এক দশমিক ৬৯ শতাংশের কথা বলা হয়েছে। অথচ জাতিসংঘের পরামর্শ অনুযায়ী একটি দেশের মোট জিডিপির ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত।’

বক্তারা আরো বলেন, ‘সরকার দিন দিন শিক্ষা উপকরণের দাম বাড়াচ্ছে। যখন আরো বেশি শিক্ষার্থীকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য আরো প্রণোদনা দেয়ার কথা ছিল, তখন খাতা-কলম কেনার সামর্থ্যটুকুও এ সরকার কেড়ে নিচ্ছে। সব শিক্ষাসামগ্রীর মূল্য ১০-১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ফি কয়েক গুণ বেড়েছে। এ পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের সন্তানদের লেখাপড়ার অধিকার কীভাবে নিশ্চিত হবে? এ বাজেটের মধ্য দিয়ে সরকার এ দেশের শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে।’