শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে সাংবাদিককে পা কাটার হুমকি ইউনিয়র পরিষদের চেয়ারম্যানের

শুক্রবার, জুন ২, ২০২৩

প্রিন্ট করুন

হাটহাজারী, চট্টগ্রাম: কিশোর গ্যাংয়ের সাথে তর্কের জেরে সাংবাদিকের পা কেটে ফেলার হুমকি দিয়েছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ হোসাইন। ঘটনার পর নিজের নিরাপত্তার জন্য হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. সাহাব উদ্দিন।

গেল ২২ মে রাত ১১ টার দিকে বুড়িশ্চরের নজুমিয়াহাট এলাকায় ও ঘটনা ঘটে। সাহাবউদ্দীন পরিবার নিয়ে ওই এলাকার সোলায়মান বিন্ডিংয়ে বসবাস করেন।

জিডিতে ভুক্তভোগী ওই সাংবাদিক উল্লেখ করেন, ঘটনার দিন রাতে ব্যক্তিগত কাজে বাসা থেকে নেমে মোটরসাইকেল যোগে পার্কিং থেকে সড়কে উঠতেই অজ্ঞাত এক কিশোর গতিরোধ করে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। চাবি নেয়ার বিষয়ে জিজ্ঞেস করলে সে ফোন করে আরো ৪-৫ জন কিশোর ডেকে আনে। ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আমি কোথায় আসছি আর কেন আসছি জিজ্ঞেস করতে থাকেন। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেন জাহেদ হোসাইন। স্বশরীরে উপস্থিত হয়ে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের পক্ষ নিয়ে আমার সাথে দুর্ব্যবহার করা শুরু করেন।

ভুক্তোভোগী সাহাব উদ্দীন বলেন, ‘আমি চেয়াম্যানকে আমার পারিবারিক বিস্তারিত তথ্য ও আমার পেশা সম্পর্কে অবগত করি। পেশা সাংবাদিকতা শুনে তিনি আমার গলা চিপে ধরে দেয়ালের সাথে ধাক্কা দেয় এবং এলাকায় দ্বিতীয় বার দেখলে দেখে নিবে বলে হুমকি দিতে থাকে। চেয়ারম্যান ও তার পালিত বাহিনীর অবস্থার ব্যতিক্রম দেখে নিজেকে রক্ষার জন্য আমি পুলিশের সহযোগিতা পেতে হাটহাজারী থানায় ফোন দিই। পুলিশকে ফোন দিচ্ছি শুনে চেয়ারম্যান আরো চড়াও হয়ে আমাকেসহ পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে পুলিশ আশার আগেই তিনি ও তার বাহিনী সেখান থেকে সটকে পড়েন।’

তিনি আরো বলেন, ‘পেশাগত পরিচয় দেয়ার পরও একজন জনপ্রতিধির এমন আচরণে আমি হতভম্ব। একজন চেয়ারম্যান কিভাবে এমন বেআইনি কাজ করতে পারে। আমি উনাকে এটাও বলেছি, আপনাকে আমার বিস্তারিত সব তথ্য জানিয়েছি। পুলিশ আসতেছে। আমি যদি কোন অন্যায় করি পুলিশকে বলেন। পুলিশ আইনগত ব্যবস্থা নিক।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রুহুল আমিন জানান, ২২ মে রাতে সাহাব উদ্দিন পুলিশের সহযোগীতা চেয়েছিলেন। আমরা সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। পরে ওনি থানায় জিডি করেছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার ব্যাপারে মো. জাহেদ হোসাইন বলেন, ‘ওনার পারিবারিক সমস্যা। ওনি রাত করে বাসায় আসে। জমিদার আমাকে অভিযোগ দিয়েছিল। তাই, আমি সেখানে গেছি। সেখানে আরো ৪০/৫০ লোক ছিল। আমি তাকে এখান থেকে চলে যেতে বলছি। না যাওয়ায় হাত ধরে গেইট থেকে বের করে দিয়েছি। তাকে কোন মারধর করি নাই। আমি শুনেছি, তিনি আমার বিরুদ্ধে থানায় জিডি করেছেন। ইউএনও বরাবর অভিযোগও দিয়েছেন। আমাকে ডাকলে আমি জবাব দিব।’

বলে রাখা ভাল, জাহেদ হোসাইন বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ইউনুচ গণির অনুসারি। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় পান।

প্রেস বার্তা