চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের উদ্যোগে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের পৃষ্ঠপোষকতায় বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনী শুরুর আগে ওয়াসিকা আয়শা খান বলেন, ‘শেখ মুজিবুর রহমানের ডিজিটাল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার অসম্পূর্ণ স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। তাকে ছাড়া বাংলাদেশের অগ্রযাত্রা অসম্ভব।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার জন্মদিন নানা আয়োজনে পালিত হচ্ছে। ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রামাণ্যচিত্রটির প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে জানার সুযোগ পাচ্ছে কেননা, উনার পরিবারের নিজস্ব জবানিতে প্রামাণ্যচিত্রটি তৈরি হয়েছে। ছোটমনি নিবাসের শিশুরা আজ এখানে যোগ দিতে পেরেছে, যা অত্যন্ত আনন্দের।’
প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশ নেন চট্টগ্রাম সিটির রৌফাবাদস্থ ছোটমনি নিবাসের শ’খানেক শিশু। প্রধানমন্ত্রীর জন্মদিনটি সুবিধাবঞ্চিত শিশুরা যেন অন্য শিশুদের মতই উপভোগ করতে পারে, সে জন্য এ প্রয়াস বলে উল্লেখ করেন সাংসদ ওয়াসিকা আয়শা খান।
পর্দায় শেখ হাসিনা শিশুদের সাথে খুনসুটিতে মেতেছিলেন। এ দৃশ্য দেখে হাসিতে উচ্ছ্বাস প্রকাশ করে ছোটমনি নিবাসের শিশুরা।
নিবাসের দশম শ্রেণির ছাত্রী নূরজাহান আক্তার বলেন, ‘যখন ১৫ আগস্টের অন্ধকার রাতে গুলির শব্দ হচ্ছিল, তারপর জাতির পিতার পরিবারের সবার ছবি দেখানো হল, আর কেউ বেঁচে ছিলেন না, উনারা দুই বোন ছাড়া। এ দৃশ্য দেখে খুব খারাপ লেগেছে।’
নিবাসের সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা আলম বলেন, ‘খুব ভাল লেগেছে, যখন দেখলাম প্রধানমন্ত্রী বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলছেন। আরো ভাল লেগেছে, যখন তিনি কোলে করে নাতি-নাতনিদের আদর করছিলেন।’
প্রামাণ্য চিত্রে পান্না লালের গাওয়া ‘সাধ না মিটিলো আশা না ফুরালো’ গানের সাথে বিয়োগান্তক সুরে চোখ ভিজে উঠে উপস্থিত দর্শকের।
‘হাসিনা: এ ডটার’স টেল’ এর প্রদর্শনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা, সমাজসেবী, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।