চট্টগ্রাম: চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সভা শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে সিটিরি এশিয়ান এসআর হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা ছালামত আলী, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সুলেমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, মোহাম্মদ আবুল হোসেন, সৈয়দ নুর।
সভায় কোরআন থেকে তেলওয়াত ও বার্ষিক হিসাব প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আ ন ম আবদুশ শাকুর। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াকুব, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন অর রশীদ, এএম মহিউদ্দীন আহমদ সিদ্দিকী, লায়ন এম শফিউল আলম, লায়ন মো. মাহতাব উদ্দিন, সাংবাদিক নুরুল কবির, সালাহউদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ শফিকুল ইসলাম শাহিন, হুমায়ুন কবির, মোহাম্মদ জিয়াউর রহমান, ধীমান চৌধুরী, মো. কুতুবউদ্দীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল আলম, মো. ইউসুফ আলী, সাইদুল ইসলাম, গোলাম ছরোয়ার, মঞ্জুরুল ইসলাম, তপন কান্তি দাশ, অনন্ত দাশ, জহুরুল আলম, আশরাফ হোসেন, আনোয়ার হোসেন, মাহফুজ কামাল।
সভায় সংগঠনের গতিশীলতা বাড়াতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। সে সাথে আবাসিক হোটেলকে শিল্প ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। পর্যটন শিল্পে এ খাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্যবসায় বান্ধব করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া, নতুন সদস্য অন্তভুক্তিসহ সমিতির সব সদস্যকে মাসিক চাঁদা নিয়মিত পরিশোধ করার আহবান জানানো হয়।