শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম বন্দর নতুন মার্কেটে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন

শনিবার, মে ২৭, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির পোর্ট কানেক্টিং রোডের চট্টগ্রাম বন্দর নতুন মার্কেটে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিক। এ সময় নিলয় হেয়ার কাটিং সেলুনের ব্যবস্থাপক সাগর শীলের হাতে বই ও তাক তুলে দেয়া হয়।

আবৃত্তিশিল্পী আশিক আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছা রক্তদাতা ফোরামের সংগঠক আশীষ কান্তি মুহুরি। উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, অভিনেতা মোহাম্মদ আলী, সংস্কৃতিকর্মী শাহীন আলম, সৌরভ পাল, রহিমা আক্তার প্রমা, সাইফুল মজুমদার,

অনুষ্ঠানে মো. নায়েবুল ইসলাম ফটিক বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ একটি চমৎকার আইডিয়া। যান্ত্রিকতা থেকে বের হওয়ার একটি দারুন প্রয়াস। বর্তমানে মানুষের মোবাইল ও গেম আসক্তি অনেক বেড়ে গেছে। এ আসক্তি থেকে বের করবে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’। এটি মানুষের মধ্যে মনস্তাত্বিক পরিবর্তন ঘটাবে।’

আশীষ কান্তি মুহুরি বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ বই পড়ার একটি নতুন উদ্যোগ। এ কার্যক্রমের জন্য আমাদের এলাকা বেছে নেয়ায় আমার কৃতজ্ঞ ও গর্বিত।’

গোলাম মাওলা জসিম বলেন, ‘বাংলা ভাষা যেখানে আছে, সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ সেখানে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। বর্তমানে মাঠ নাই, পাঠাগার নাই। তাই, বই পড়ার নিরাপদ স্থান হিসেবে সেলুন বেছে নিয়েছি। এ কার্যক্রমের বিস্তারে আমি সবার সহযোগিতা চাই।’

উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও তাক বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।