চট্টগ্রাম: আওয়ামী সন্ত্রাস এবং সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং দশ দফা, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সিটির কাজির দেড়িতে এ সভার আয়োজন করা হয়।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে এবং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু ফয়েজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। প্রধান বক্তা ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, শহিদুল ইসলাম চৌধুরী, জিয়া উদ্দিন খালেদ, শফিক আহমেদ, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু, মোহাম্মদ আনাছ, মহানগর যুবদল নেতা মো. ইদ্রিস, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর, নাছির মিয়া, জামাল আহমদ, মো. শাহজাহান, মো. ইলিয়াস, মনির হোসেন, মো. জাবেদ, যুবদল নেতা আবুল হোসেন, চকবাজার থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মিন্টু, জালাল, বাচ্চু, আহমদ উল্লাহ, জাহাঙ্গীর মুনমুন, মোকাদ্দেস, হোসেন, রুবেল।
সভায় ইয়াছিন চৌধুরী লিটন বলেন, ‘এ সরকার জনগণের সরকার নয়, তাই জনগণের দুঃখ কষ্ট বুঝে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি করে জনগণকে অসহনীয় কষ্ট ফেলে জনগণের টাকা লুট করে দেশকে দেউলিয়া করছে। এ স্বৈরাচারী সরকার আবারো নির্বাচন নিয়ে জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। জনগণের ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে এ স্বৈরাচার সরকার বিদায় হবে।
আগামী ৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সমাবেশ সফল করার জন্যে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সব স্তরের নেতৃবৃন্দকে আহবান জানান তিনি।