চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২১ ও ২০২২ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল পাঁচটায় একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মোট দশজন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দেয়া হবে।
২০২১ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন- নাট্যকলা প্রদীপ দেওয়ানজী, কণ্ঠসঙ্গীতে কল্পনা লালা, নৃত্যুকলায় কৃষ্ণা বিশ্বাস, চলচ্চিত্রে নাজিমুদ্দীন শ্যামল ও আবৃত্তিতে মিলি চৌধুরী। ২০২২ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন লোকসংস্কৃতিতে কল্পতরু ভট্টাচার্য, ফটোগ্রাফিতে দেব প্রসাদ দাস, চারুকলায় সৌমেন দাশ, কণ্ঠসঙ্গীতে মো. মোস্তফা কামাল ও নাট্যকলায় সনজীব বড়ুয়া।
চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। অনুষ্ঠানে আমন্ত্রি অতিথিসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।