শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চবির প্রধান প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার মারধর

মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩

প্রিন্ট করুন
রাজু মুন্সি

হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দফায় দফায় মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে প্রকৌশল দপ্তর।

সোমবার (২৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, নিরাপত্তা দপ্তর ও কাটা পাহাড় এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় রেজিস্ট্রার বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রাজু মুন্সি। তিনি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা। তার বিরুদ্ধে আগেও এক শিক্ষককে মারধর করার হুমকির অভিযোগ ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক গণ মাধ্যমকে বলেন, ‘রাজু মুন্সি সকালে আমার অফিসে এসে এক প্রহরীকে বলেন, আমি যেন তার জন্য দশ হাজার টাকা রেডি রাখি। এ সময় আমি তার কাছে গেলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন। আমাকে বলেন, আমি এখনো এখানে কেন আছি? এক পর্যায়ে তিনি আমাকে ধাক্কা দেন। পরে, আমি প্রশাসনিক ভবনে গেলে তিনি আমাকে সেখানেও কয়েক বার ধাক্কা দেন। বিষয়টি উপাচার্যকে জানিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে চবি কর্মকর্তা সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ বলেন, ‘কাটা পাহাড় এলাকায় রাজু মুন্সি নামের এক ব্যক্তি প্রধান প্রকৌশলীকে মারধর করেছেন বলে আমাদের লিখিতভাবে জানিয়েছেন। নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, একই ব্যক্তি তাকেও মারধর করেছেন। আমরা সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডেকে করণীয় নির্ধারণ করব।’

রশীদুল হায়দার জাবেদ আরো বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে প্রকৌশল দপ্তর ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।’

অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মুঠোফোন ধরেন নি রাজু মুন্সিকে পাওয়া যায়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ বলেন, ‘আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’