শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চবি সাংস্কৃতিক জোটের উদ্যোগে দিনব্যাপি ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত

রবিবার, জানুয়ারী ২২, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংস্কৃতিক জোটের উদ্যোগে চবির কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে রোববার (২২ জানুয়ারি) দিনব্যাপি ‘পিঠা উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন চবির উপাচার্য প্রফেসর শিরীণ আখতার। চবির নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর নাসির উদ্দিন, পিঠা উৎসবের আহবায়ক রায়হান সুমন, সদস্য-সচিব শুভ্রা চক্রবর্তী ও জোটের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিরীণ আখতার বলেন, ‘পিঠা-পুলি উৎসব আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ। এ উৎসব আয়োজনের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের সন্তানেরা পিঠা-পুলি সম্পর্কে একটি ধারণা লাভ করবে।’

তিনি ঐতিহ্যবাহী সংস্কৃতির এ ধারা নিয়মিত অব্যাহত রাখার জন্য আয়োজকদেরকে আহবান জানান। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপাচার্য।

উৎসবে চবির সাংস্কৃতিক সংগঠন অঙ্গন, চবি আবৃত্তি মঞ্চ, প্রথম আলো বন্ধুসভা, লোকজ সাংস্কৃতিক সংগঠন ও রঁদেভু শিল্পী গোষ্ঠী অংশ নেয়। এ উপলক্ষে বিকালে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।