মঙ্গলবার, ২১ মে ২০২৪

শিরোনাম

চার দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউ ইয়র্ক সিটি

শনিবার, এপ্রিল ৬, ২০২৪

প্রিন্ট করুন

নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ও আশপাশের অঞ্চলে চার দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত করেছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল দশটা ২০ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত করে। নিউ ইয়র্ক সিটি ও এর আশপাশের শহরে এ কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোন হতাহত বা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।খবর সিবিএস নিউজের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ ইয়র্ক সিটি থেকে ৪০ মাইল পশ্চিমে নিউ জার্সির হোয়াইটহাউস স্টেশন।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ।

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোচুল এবং নিউ ইয়র্ক সিটির মেয়র অ্যাডামস ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ক্যাথি হোচুল বলেন, ‘আমাদের কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। আমরা পুরো দিন জনসাধারণকে এ ব্যাপারে আরো জানাব।’

নিউ ইয়র্ক সিটির একজন বাসিন্দা বলেন, ‘আমি বিছানায় শুয়ে ছিলাম। আচমকা আমাদের পুরো অ্যাপার্টমেন্ট কাঁপতে শুরু করে। আমি ভয় পেয়ে গেলাম।’

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির শঙ্কা নেই।