বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

রবিবার, ডিসেম্বর ১, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত সনাতনী প্রবাসীরা।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘ইউনাইটেড হিন্দুজ, ইউএসএ’ ব্যানারে এ কর্মসূচি করেন তারা।

চিন্ময় কৃষ্ণের নামে মামলা প্রত্যাহার ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ ঘরামি।

সমাবেশে বক্তব্য দেন দ্বীজের ভট্টাচার্য, দীলিপ নাথ, শিতাংশু গুহ, ভজন সরকার, ভবতোষ মিত্র, বিষ্ণুগোপ, বিদ্যুৎ সরকার, দীনেশ মজুমদার, পংকজ তালুকদার, নিতাই পাল, কুমার বণিক, সম্পা দাস, সুশীল সিনহা, সুশীল সাহা, সুস্মিতা বিশ্বাস ও অনুকূল অধিকারী।

সমাবেশে জাতিসংঘ ও হোয়াইট হাউজের সামনেও বিক্ষোভের পরিকল্পনার কথা জানান তারা।