মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর কম্বোডিয়া সফর

মঙ্গলবার, জুন ৪, ২০২৪

প্রিন্ট করুন

নমপেন, কম্বোডিয়া: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চীনের কট্টর মিত্র দেশের সঙ্গে সম্পর্ক ফের জোরদারের প্রচেষ্টায় সোমবার (৩ জুন) কম্বোডিয়া সফর করেছেন। সংবাদ এএফপির।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বছরের পর বছর ধরে টানাপোড়েন চলছে। কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুনসেনের শাসনামলে দেশটির অবকাঠামো খাতে চীন কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করায় নমপেনের সাথে ওয়াশিংটনের সম্পর্কের এমন অবনতি ঘটতে থাকে।

চীনের মাধ্যমে কম্বোডিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটির উন্নয়নের কাজ করানোয় যুক্তরাষ্ট্র তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে তারা বলেছে, ‘থাইল্যান্ড উপসাগরে চীনের প্রভাব খাটাতে নৌ ঘাঁটিটি ব্যবহার করা হতে পারে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় তিনি লিখেছেন, ‘সিঙ্গাপুরের শাংরি-লা সংলাপ থেকে যাওয়ার পথে অস্টিন ‘যুক্তরাষ্ট্র ও কম্বোডিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে’ এক দিনের সফরে মঙ্গলবার (৪ জুন) নমপেনে অবতরণ করেন ‘

দেশটি সফরকালে তিনি প্রথমে হুনসেনের সঙ্গে সাক্ষাত করেন। হুনসেন প্রায় চার দশক ধরে কম্বোডিয়ার ক্ষমতায় থাকার পর আগস্টে পদত্যাগ করেন। পরে, অস্টিন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেটের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি তার পিতার কাছ থেকে দেশের শাসনভার গ্রহণ করেন।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুম সানরি গেল সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, ‘অস্টিনের কম্বোডিয়া সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে এগিয়ে নেয়ার ক্ষেত্রে আরেকটি ভাল সুযোগ হবে।’