বেইজিং, চীন: যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন পোদেস্টা চীনের জলবায়ু বিষয়ক দূত লিউ ঝেনমিনের সঙ্গে আলোচনার জন্য চলতি সপ্তাহে বেইজিং সফর করবেন। আগামী নভেম্বরে বাকুতে অনুষ্ঠেয় কপ-২৯ সম্মেলনের প্রাক্কালে তিনি এ সফরে যাচ্ছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। সংবাদ এএফপির।
রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি পরিবেশিত সংবাদে বলা হয়, ‘দুই কর্মকর্তা ‘কার্যকর সহযোগিতার ব্যাপারে গভীরভাবে মত বিনিময় করবেন।’
সিসিটিভি জানায়, তারা ‘তাদের অভ্যন্তরীণ জলবায়ু নীতিমালা ও জলবায়ু পরিবর্তনের বহুপাক্ষিক প্রক্রিয়া নিয়েও আলোচনা করবেন।’
দূত লিউ ও পোডেস্টা গেল মে মাসে ওয়াশিংটনে প্রথম বারের মত সাক্ষাৎ করেন। তখন তারা মিথেন এবং গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘মে’তে দুই দিনের আলোচনায় দুই জুটি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠেয় কপ-২৯ সম্মেলন সফল করার নানা উপায় নিয়ে আলোচনা করেন।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে ব্যাপক মতপার্থক্য ও উত্তেজনা থাকা সত্ত্বেও জলবায়ু নিয়ে বেইজিংয়ের সঙ্গে সহযোগিতার একটি ক্ষেত্র হিসেবে দেখে।