সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

ছাত্রদল নেত্রী নুসরাতকে নির্যাতন ও শারীরিক হেনস্তাকারী ছাত্রলীগ কর্মীদের বিচার দাবি

রবিবার, জুন ১৮, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: মিরসরাইয়ে ছাত্রদলের নেত্রী নাদিয়া নুসরাতকে নির্যাতন ও শারীরিক হেনস্তাকারী ছাত্রলীগ কর্মীদের বিচার চেয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

রোববার (১৮ জুন) দুপুরে চট্টগ্রাম সিটির কাজীর দেউড়ীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘গেল ১৪ জুন তারুণ্যের সমাবেশ শেষে রাতে নিজ বাসায় ফেরার পথে মিরসরাইয়ে ছাত্রদলের নেত্রী নাদিয়া নুসরাতকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঘরে আটকিয়ে নির্যাতন ও শারীরিক হেনস্তা করেছে। পরে, তাকে জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এসব বন্ধ না হলে আমরা যে কোন কর্মসূচী দিতে বাধ্য থাকব।’

নির্যাতিত ও কারান্তরিন নাদিয়া নুসরাতের মা কোহিনুর আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মেয়ের কোন দোষ নেই। তার দোষ, সে রাজনীতি করে। রাত আটটায় এলাকায় তার কর্মীদেরদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তখন দেখতে পায়, কিছু ছেলে আমার মেয়েকে নির্যাতন করছে। তখন আমি তাদের বাধা দিলে তারা আমাকে মারধর করে। আমি ওখান থেকে মিরসরাই থানা যোগাযোগ করে চেষ্টা ব্যর্থ হয়। নির্যাতনের পর নুসরাতকে তারা থানায় নিয়ে যায়। পরে, পুলিশ মামলা দিয়ে কোটে চালান দেয়। আমি আমার মেয়ের নির্যাতনের বিচায় চায়।’

সংবাদ সম্মেলনে গোলাম আকবর খোন্দকার আরো বলেন, ‘তারুণ্যের সমাবেশে মিছিল সহকারে যোগদানের সময় চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন স্থানে আওয়ামী বাকশালী সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়। ক্ষমতা হারানোর ভয়ে ভীত ভোটার বিহীন ফ্যাসিস্ট সরকার ফের গায়েবি শুরু করেছে।’

তিনি বলেন, ‘হাটহাজারীতে শ্রমিক লীগ নেতা সৈয়দ জয়নাল আবেদীন বাদী হয়ে ২৬ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে। বাদীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। ওই মামলায় ২৬ নম্বর আসামী রেজাউল করিম রকি ও দিদারুল আলম দীর্ঘ দিন থেকে চট্টগ্রাম কারাগারে থাকলেও তাদের আসামী করা হয়েছে। এ ছাড়া, বিভিন্ন থানায় অসংখ্য নেতা-কর্মীকে আহত ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা সমাবেশ বানচাল করার অপচেষ্টা করেও জনস্রোত ঠেকাতে ব্যর্থ হয়ে ক্ষমতা হারানোর ভয়ে ভীত এখন।’

সংবাদ সম্মেলনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, ইউনুস চৌধুরী, ছালাহ উদ্দিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন, বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, আজিমুল্লাহ বাহার, আজম খাঁন, এমএ তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, শাহিদুল ইসলাম চৌধুরী, আবু আহমেদ হাসনাত, মোহাম্মদ জাকের হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসীম ও সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি উপস্থিত ছিলেন।