নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এবং শেখ হাসিনাসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ও বর্তমান ছাত্রলীগ মৌলভীবাজার জেলা।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্ট্রার্লিন বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ভিপি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা সাখাওয়াত আলী। মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সোহান আহমদ টুটুলের পরিচালনায় সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক আহমদ জিল্লু, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি তোজাম্মল হেসেন, আব্দুর রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জুনেদ আহমদ, আব্দুস শহীদ, সানা উল্লা, আবু দাউদ, আরিফুর রহমান আরিফ, শেখ শফিকুর রহমান, নুরুদ্দিন আহমদ, রেজা আব্দুল্লাহ, সাদিক আহমদ, নুরুল ইসলাম মিলন, প্রাক্তন ভিপি গোলাম রব্বানী বেলাল।
সভায় বক্তরা বাংলা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০এর গনঅভ্যুথানে নেতৃত্বদান কারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধকরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিষেধ প্রত্যাহারের জোর দাবী জানান এবং সাবেক ডাকসুর ভিপি ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও প্রাক্তন সাংসদ সৈয়দ সায়েদুল হক সুমনের মুক্তির দাবি জানানো হয়।