শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

জনগণের দুর্ভোগ আগের মতই

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের দুর্ভোগ আগের মতই রয়ে গেছে। দিনমজুর-শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।’

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জনগণের দুর্ভোগ আগের মতই আছে উল্লেখ করে রিজভী বলেন, ‘নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের মতই আছে। অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় দিনমজুর-শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।’

তবে, দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘উপদেষ্টারা চাকরিজীবীর মত কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।’

অন্তর্বর্তী সরকারকে জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের দায়িত্ব নেয়ার আহ্বান জানান রুহুল কবির।

এ সময় রিজভী অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগকে হত্যার লাইসেন্স দেয়া হয়েছিল। আর শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন।’

তিনি আরো বলেন, ‘কারাগারে সালমান এফ রহমান বহাল তবিয়তে আছে শুনি। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে। তিনি লুটপাট করে দেশকে সর্বশান্ত করে দিয়েছেন। এ টাকাগুলো কই?’