সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

জনগনের প্রতিরোধের মুখে সরকারকে পদত্যাগ করতেই হবে

শুক্রবার, জুলাই ১৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বর্তমান অবৈধ আওয়ামী সরকার নির্বাচন নিয়ে বার বার সংবিধানের দোহাই দিচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘এ সংবিধান অনুযায়ী দেশে কোন ভাল নির্বাচন হতে পারে না। সংবিধান অনুযায়ী নির্বাচন যদি এতই ভাল হত, তাহলে বিদেশিরা কেন আসছেন? কেন তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন? বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলে আর রেহাই পাবেন না। সেটা ভুলে যান। জনগণ জেগে উঠেছে, শেখ হাসিনার অধিনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। জনগনের প্রতিরোধের মুখে শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তাহলে, জনগণের মুখোমুখি হতে হবে। আজকে যারা গণতন্ত্র, মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।’

শুক্রবার (১৪ জুলাই) বিকালে সিটির দক্ষিণ বাকলিয়া চর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন মাঠে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাকলিয়া থানা বিএনপির প্রস্তুতি তিনি এসব কথা বলেন।

এর আগে সিটির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর কৃষক দল ও মহানগর শ্রমিক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাদাত হোসেন। এত প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

আবুল হাশেম বক্কর বলেন, ‘শেখ হাসিনা জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারছে না। তাই, তিনি পুনরায় ভোট চুরির পথ বেছে নিয়েছেন। শেখ হাসিনার ভোট চুরি করে ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জনগন রুখে দিবে। ভোট চুরির বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনা আপনি চোখ খুলে দেখুন, কান পেতে শুনুন, পুরো দেশে মানুষ আপনার পদত্যাগ ছাড়া আর কিছুই ভাবছে না। দ্রুত অবৈধ ক্ষমতা থেকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায়, দেশের জনগনের প্রতিরোধের মুখে পালানোর পথও খুজে পাবেন না।’

আবু সুফিয়ান বলেন, ‘সরকার শুধু দেশের নির্বাচন ব্যবস্থা নয়, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো সব ফাঁকা হয়ে গেছে। ভয়াবহ লুটেরা, ফ্যাসিস্ট অবৈধ এ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতেই হবে। বিএনপি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন চায়। তবে, সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। আগের মত একতরফা নির্বাচনের কথা ভুলে যান। সেই সুযোগ আর দেয়া হবে না।’

বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমআই চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীরের পরিচালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ইয়াসিন চৌধুরী আসু, নবাব খান, আমিন মহামুদ, ইব্রাহীম বাচ্ছু, খোরশেদ আলম, আলমগীর নূর, আলি ইউসুফ, হাসেম সওদাগর, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দর, আবদুল্লাহ আল সগির, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, এমরান, বিএনপির নেতা এসএম সেলিম, এটিএম ফরিদুল আলম, ইউনুস, আবদুস সবুর, আরিফুল ইসলাম ডিউক, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক নাজিমুল হক নাজু, যুবদলের আসাদুর রহমান টিপু, থানা যুবদলের সভাপতি নজরুল ইসলাম লেদু, সদস্য সচিব হাজী মো. মুছা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সওদাগর, শ্রমিক দলের সভাপতি আবু বক্কর, সাধারন সম্পাদক মো. নবী প্রমূখ।