মার্কিন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, (জেএফকে) সিনেটর রবার্ট কেনেডি ও নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশ করার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ জানুয়ারি) তিনি এ কথা জানান। খবর রয়টার্সের।
সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, জেএফকে হত্যাকাণ্ডের বিষয়ে গোপন গোয়েন্দা তথ্য এবং আইন প্রয়োগকারী সংস্থার ফাইল প্রকাশ করবেন। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ. কেনেডিকে হত্যা করা হয়; যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে ট্রাম্প ২০১৭-২০২১ সালের তার প্রথম মেয়াদে একই রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে সময় ১৯৬৩ সালে জেএফকে হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু নথি প্রকাশও করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের চাপের কাছে নতি স্বীকার করেন এবং জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে উল্লেখযোগ্য নথি গোপন রাখেন।
ট্রাম্প দ্বিতীয় দফায় শপথ গ্রহণের আগের দিন ওয়াশিংটন শহরের কেন্দ্রস্থলে এক সমাবেশে বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার ভাই রবার্ট কেনেডি, সেইসাথে মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড এবং জনস্বার্থের অন্যান্য বিষয় সম্পর্কিত অবশিষ্ট রেকর্ডগুলো জনসমক্ষে প্রকাশ করতে যাচ্ছি।’
কোন নথি প্রকাশ করা হবে তা অবশ্য নির্দিষ্ট করেননি ট্রাম্প।
লুথার কিং ও রবার্ট কেনেডি উভয়কেই ১৯৬৮ সালে হত্যা করা হয়েছিল।